Home / মিডিয়া নিউজ / আপাতত বিদায়: দীঘি

আপাতত বিদায়: দীঘি

অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দীঘি। আজ রোববার তিনি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’

সিনেমার শুটিং করছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি

নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন। সরকারি অনুদানের এই সিনেমার কাজ হচ্ছে ফরিদপুরে।

শুটিং শেষ করে আজ রাতেই অথবা কাল ঢাকার উদ্দেশে রওনা হবেন এই অভিনেত্রী। এরপর খানিক বিরতি।

দীঘির ভাষ্য, ‘আজ শুটিং শেষ করে আপাতত অভিনয় থেকে বিদায় নেবো। কারণ সামনে আমার এইচএসসি পরীক্ষা। আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু। তাই এখন আর কোন সিনেমার কাজ রাখিনি। এই সময়টা শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে। প্রস্তুতি ভালো, পুরো মনোযোগটা পড়াশোনায় দিতে চাই।’

দীঘি জানান, এর মধ্যে চলতি মাসের ২০ তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’র শুটিং আছে। একদিনের কাজ। এরপর পরীক্ষার জন্য পুরো সময়টাই বিরতিতে থাকবেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আগামী ২০ তারিখ “বঙ্গবন্ধু”র শুটিং আছে ঢাকায়। আমার অংশের শুটিং একদিনের, এ কাজটাই করবো। পরীক্ষার জন্য আর কোনো কাজ রাখিনি। আগামী মাসের শেষ দিকে আবার কাজে ফেরা হবে। আমি চাই না পরীক্ষার আগে কাজের চাপ থাকুক।’

পরীক্ষার আগে তো লম্বা প্রস্তুতি নিতে হয়। কিন্তু আপনি তো এখনো শুটিংয়ে ব্যস্ত? উত্তরে দীঘি বলেন, ‘কিছু কাজ আগে থেকেই পরিকল্পনা করা ছিল। এগুলোর কাজই এখন শেষ করতে হচ্ছে। তবে কাজের মাঝেও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। সেটে সময় পেলে পড়াশোনা করছি। ছোটবেলায়ও পরীক্ষার আগে এভাবেই প্রস্তুতি নিতাম। পরীক্ষার সময় সেটে বসে পড়তাম। কারণ সে সময়ও নিয়মিত ছবিতে অভিনয় করতাম।’

Check Also

বন্ধ হচ্ছে একের পর এক কলকাতার সিরিয়াল” জেনে নিন কেন;

গত কয়েক দিনে কলকাতার একাধিক বাংলা সিরিয়াল শেষ হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীকৃষ্ণভক্ত মীরা, সাঁঝের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.