Home / মিডিয়া নিউজ / বক্স অফিসে মুখোমুখি কেজিএফ তারকা যশ ও আমির খান!

বক্স অফিসে মুখোমুখি কেজিএফ তারকা যশ ও আমির খান!

বৈশাখে আকাশের মন থাকে চঞ্চল। হঠাৎ বৃষ্টি ঝরে আবার ঝলমলে রোদের দেখাও মিলে এ সময়।

এমন এক সময়ে ২০২২ সালে ‘যুদ্ধে’ নামতে যাচ্ছেন আমির খান ও কেজিএফ তারকা যশ। আমির খানের

লাল সিং চাড্ডা ও যশের কেজিএফ চ্যাপ্টার-২ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৪ এপ্রিল।

এ তথ্য জানিয়েছেন শোবিজ বিশেষজ্ঞ তারান আদর্শ। খবর এনডিটিভির।

মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি মানেই হিট। অপরদিকে কেজিএফ মুক্তি পাওয়ার পর থেকে যশও আছেন হিট নায়কদের তালিকায়। এমন পরিস্থিতিতে একই দিনে দুটি ছবির মুক্তি সিনেমাপ্রেমীদের জন্য বড় উপহার হয়ে আসতে পারে।

এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল এ দুটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারিত ছিল। এর পর কয়েক দফা তারিখ পরিবর্তনের পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে সিনেমা দুটির।

তারান আদর্শ টুইটারে লিখেছেন, ২০২২ সালের ১৪ এপ্রিল লাল সিং চাড্ডা ও কেজিএফ ২ এর যুদ্ধ দেখা যাবে। একদিকে আমির খান অন্যদিকে যশ।

লাল সিং চাড্ডায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। ইতোমধ্যে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টার শেয়ার করে কারিনা কাপুর লিখেছেন, আমরা নতুন পোস্টার ও সিনেমা মুক্তির তারিখ প্রকাশ করতে পেরে খুবই খুশি।

‘লাল সিং চাড্ডা’ টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ। পরিচালনা করছেন আদভেইদ চন্দন।

অপরদিকে কেজিএফ এর ব্যাপক সাফল্যের পর কেজিএফ ২-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

কেজিএফ- চ্যাপ্টার ওয়ান বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি রুপির ওপর আয় করেছে। এখন কেজিএফ ২ নিয়ে পরিচালক, প্রযোজক ও এ সিনেমা সংশ্লিষ্ট সবার আশা অনেক উঁচুতে।

Check Also

বন্ধ হচ্ছে একের পর এক কলকাতার সিরিয়াল” জেনে নিন কেন;

গত কয়েক দিনে কলকাতার একাধিক বাংলা সিরিয়াল শেষ হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীকৃষ্ণভক্ত মীরা, সাঁঝের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.